নীলফামারীতে ২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

আল-আমিন, নীলফামারী: জেলার ডোমারে মাদক মামলায় দুই বছরেরর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী হুমায়ুন কবির নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হুমায়ুন কবির উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
থানাসুত্রে জানাযায়, গোপন সংবাদের ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার বোড়াগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত হুমায়ুনকে ২০১৭ সালে হেরোইনসহ ডোমার থানা পুলিশ গ্রেফতার করেছিল। আটকের পর আদালত থেকে জামিন নিয়ে সে পলাতক ছিলেন।
জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী দন্ডপ্রাপ্ত আসামী হুমায়ুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় তাকে যুগ্ম ও দায়রা জজ আদালত তাকে  দুই বছর সশ্রম  কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে