নীলফামারী ইপিজেডে চাকুরি দেয়ার নামে কোটি টাকা নিয়ে উধাও এক প্রতারক

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে অফিস কর্মকর্তা পদে চাকুরি দেয়ার কথা বলে প্রায় শতাধিক লোকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে এক প্রতারক। ভুক্তভোগীরা হণ্যে হয়ে খুঁজেও তার দেখা পাচ্ছেন না। ওই প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভুক্তভোগী মোঃ মহসিন আলী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ওই মামলায় আসামী করা হয়েছে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বটতলা বাবরীঝাড় এলাকার মোঃ আজাহার আলীর ছেলে প্রতারক মোঃ মাহাবুল হাসান মিন্টু (৪৫),ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকার পাড়ার মোঃ আপেল (৪৫) কে।
অভিযোগ সুত্রে জানা যায়, ৯ মাস পুর্বে আসামী উত্তরা ইপিজেডে ( ওয়াইকেকে) নামক জাপানিজ কোম্পানিতে চাকুরির প্রলোভন দেয়। আরো বলে, তোমার বন্ধু বান্ধব,আত্মীয়স্বজনকেও সেখানে চাকুরি দিতে পারবে।
 আসামীর কথায় সরল বিশ্বাসে রাজি হয়ে আমি সহ আমার বন্ধু-বান্ধব, ছোট ভাই-বোন, আত্মীয় স্বজন মোট ৯৫ জন তার প্রতারণার ফাঁদে পা দেই।
 ওয়াইকেক ডাচ-বাংলা ব্যাংক, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন তারিখে,বিভিন্ন সময় তাকে ৯৫ লাখ টাকা দেয়া হয়। টাকা গ্রহণের পর তিন মাসের মধ্যে চাকুরি হবে বলে জানানো হয়। পরবর্তীতে ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের চাকুরী না হলে তার সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের টালবাহানা করতে থাকে।
এদিকে আমার মাধ্যমে টাকা প্রদানকারী সকলে আমাকে টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে আসামীর সাথে আবারো যোগাযোগ করল আসামী আমাকে হুমকি স্বরুপ বলে যে, কোন প্রকার টাকা পয়সা ফেরত দিতে পারবো না। এটি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণ নাশের হুমকী প্রদান করে।
 আসামীর এরুপ কর্মকান্ডে আমি নিরুপায় হয়ে  ৯৪ জনের সাথে আলোচনা করে আসামীর সাথে দেখা করার দিন ঠিক করি চলতি মাসের ১০ সেপ্টেম্বর। তার বাসা সৈয়দপুর থানার কদমতলী সাইল্লার মোড় বর্তমান ঠিকানায় গিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে দেখা না করে টালবাহানা করতে থাকে। এর এক পর্যায়ে আসামী আমাদের সাথে দেখা করে আমাদের উপর চড়াও হয়। বিভিন্ন অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। বলে আমি কোন টাকা পয়সা দিতে পারবো না। তোমাদের যা করার আছে তোমরা করো।
এরপর থেকে তোমাদেরকে আর যদি কখনো আমার বাড়ীর আশপাশ দেখতে পাই, তা হলে তোমাদেরকে মারপিট, খুন, জখম সহ হত্যা করবে এমন হুমকি-ধামকি প্রদান করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ওই প্রতারক কৌসলে ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।বর্তমানে নিরুপায় হয়ে টাকা ফেরতের আশায় আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম।
এ বিষয়ে নীলফামারী উত্তরা ইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল জব্বার বলেন, ওয়াইকেকে নামে কোন কোম্পানি উত্তরা ইপিজেডে নেই। এভাবে কেউ যদি কারো সাথে প্রতারণা করে তার দায়ভার আমাদের না। এখানে নিয়োগ দেয়া হয় একটা নিয়মে। ঘুষ দিয়ে নিয়োগ পাবে এমন সুযোগ নেই। যারা দক্ষ, কাজ জানে তাদের চাকুরি এমনিতেই হবে।
এ বিষয়ে প্রতারক মোঃ মাহাবুব হাসান মিন্টুর গ্রামের বাসা চড়াইখোলায় গেলে তাকে পাওয়া যায়নি ফলে তার মতামত নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওয়াদুদ জানান,অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।