
আল-আমিন,নীলফামারী: নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। ফলে এখন থেকে এ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দেয়া যাবে।
মঙ্গলবার সকালে জুম মিটিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মেজবাহুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিএমএ সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, স্বাচিব সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন প্রমুখ।