নীলফামারী জেলা জামায়াতের মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “সকল ক্ষেত্রে আমাদেরকে তাক্বওয়ার অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কারণ প্রতিটি কাজের জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলামী আন্দোলনের দায়িত্ব কোনো পদবি কিংবা সামাজিক পরিচিতি লাভের জন্য নয় বরং সংগঠনের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত পবিত্র আমানত। উপস্থিত দায়িত্বশীল (পুরুষ ও মহিলা) গণের ওপর দায়িত্বের যে ঘোষণা এসেছে, তা পর্যায়ক্রমে ইউনিট পর্যন্ত চলে যাবে। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত সফলতা ও নতুন বাংলাদেশ গঠনের জনআকাক্সক্ষা বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখার জন্য তিনি সকল পর্যায়ের দায়িত্বশীলের প্রতি আহŸান জানান।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে জুম’য়াবার (১৪ নভেম্বর) ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নবনির্বাচিত মজলিসে শূরা সদস্যদের শপথ সম্পন্ন হয়। এ সময় অধিবেশনের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলার সাবেক আমীর জনাব মোহাম্মদ আব্দুর রশীদ। এ সময় নির্বাচিত (পুরুষ ও মহিলা) মজলিসে শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অধিবেশনে ১১ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ ও ৯ সদস্য বিশিষ্ট জেলা মহিলা বিভাগীয় কর্মপরিষদ গঠন করা হয়।