নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

আল-আমিন, নীলফামারী : নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ৩০ জুন রোববার নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ছিল।
এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল। এ সময় বক্তব্য বলেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ  সম্পাদক আল আমিন, কার্যকরী  সভাপতি আবু হাসান, দপ্তর সম্পাদক মোঃ  সাইফুল ইসলাম মানিক, এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ওবায়দুল ইসলাম, সুজা মৃধা, কিশেরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, জলঢাকা শাখার সভাপতি  মৃত্যুঞ্জয় রায়সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, নীলফামারীতে আইন শৃংখলা পরিস্থিতি আগের চেয়ে অত্যন্ত ভাল। ফলে শান্তি প্রিয় শহরে পরিনত হয়েছে নীলফামারী। আর এটি সম্ভব হয়ে থাকে একজন দক্ষ ও মেধাবী পুলিশ সুপারের কারণে। যা আমরা আপনার মাধ্যমে দৃশ্যমান দেখেছি।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা বলেন,আমরা খুব কম সময় ঘুমাই।পুলিশ তার জীবনের অনেক কিছু বিসর্জন দিয়ে জনগনের নিরাপত্তা দিয়ে থাকে। তারপরেও অনেক সময় কিছু সদস্যের ভুলের কারণে পুরো পুলিশ বাহিনীকে বদনামে পড়তে হয়। তবে এখন পুলিশ সদস্যরা অত্যন্ত সজাগ।
সভা পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রশিদ। উল্লেখ্য পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা সম্প্রতি নীলফামারী থেকে টাঙ্গাইল জেলায় বদলী হয়েছেন।