
আল-আমিন,নীলফামারীঃ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। বিক্ষোভ সমাবেশে পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
এসময় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম শানু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোহেল রানা, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামাণিক জীম, সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।