
আল-আমিন,নীলফামারীঃ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৩ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে নীলফামারী র্যাব-১৩, সিপিসি-০২। বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,’দিনাজপুর জেলার কোতয়ালী থানার আউলিয়াপুর ইউনিয়নের ধেদার মোড়ের দক্ষিণ পাশে লিচুবাগানের ভেতর হতে ৩৮ বোতল ফেন্সিগ্রীপ (নেশাজাতীয় মাদক) সহ ওই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম (৩৭) এবং রংপুর মেট্রোপলিটন হাজিরহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হতে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ রংপুর সদরের সিও বাজার সরদার পাড়া এলাকার মোঃ নয়ন ইসলাম সজল (২২) ও বগুড়া গাবতলী থানার কদমতলি মাঠপাড়া এলাকার সাগর মাহমুদ (২৩) কে গ্রেপ্তার করে র্যাব।’
ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। র্যাব বাদী হয়ে মাদক মামলা করে গ্রেপ্তারকৃতদের সংস্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’