নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে বেছে নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- প্রাক্তন অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, প্রাক্তন সচিব রফিকুল ইসলাম, প্রাক্তন জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী।
সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ ব্রিফিংয়ে নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেন।
নুরুল হুদার বাড়ি পটুয়াখালীতে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ১৯৭৩ ব্যাচে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন নির্বাচন কমিশনে আওয়ামী লীগ থেকে প্রস্তাবিত নামের মধ্যে রয়েছেন কবিতা খানম। আর বিএনপি থেকে প্রস্তাবিত নামের মধ্যে রয়েছেন মাহবুব তালুকদার।
তিনি আরো জানান, আজই নতুন কমিশনের প্রজ্ঞাপন জারি করা হবে।