জ্যেষ্ঠ প্রতিবেদক: ফেনীর সোনাগাজীর মাদরাসা পড়ুয়া অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া না হলেও বিএনপিপন্থী একটি মানবাধিকার সংগঠন ‘আওয়াজ’ বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
‘আওয়াজ’র সভাপতি বেগম সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহিদা রফিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
সংগঠনটির প্রচার সম্পাদক মোকছেদুর রহমান আবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়াজের সভাপতি বেগম সেলিমা রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহিদা রফিক। তারা এক শোকবার্তায় নিহত নুসরাতের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, নুসরাত পৃথিবী থেকে বিদায় নিলেও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বিজয়িনীর বেশে দৃপ্ত মহিমায় বিরাজ করছে আমাদের মাঝে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে। নুসরাত নারীর অপমানকে প্রত্যাখ্যান করে আমাদের চেতনাবোধকে উন্মোচিত করেছে, মানবতার জাগরণ ঘটিয়েছে। তার এ প্রতিবাদী কণ্ঠ এবং বলিষ্ঠ প্রতিবাদ এক উদাহরণ হয়ে থাকবে।
তারা আরও বলেন, মাদরাসাছাত্রী নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নুসরাতের এই মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। কোনো নুসরাতকে যেন এমন পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আওয়াজের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিবৃতিতে স্বাক্ষর করেন আওয়াজের সহ-সভাপতি প্রফেসর ড. তাজমেরী ইসলাম, সেলিনা রউফ, ফাতেমা সালাম, লায়লা বেগম, ফরিদা ইয়াসমিন, অধ্যক্ষ রফিকা আফরোজ, ওয়াহিদা আক্তার মুক্তা, নাফিয়া লায়লা প্রমুখ।


