নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম বি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার উপায় এখনো রয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
যুগ্ম জেলা জজ ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তাদের ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, ‘কানাডায় একটা আইন আছে- যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে, মৃত্যুদণ্ড হতে পারে, সেই দেশের এমন কোনো আসামি যদি কানাডায় থাকে, তাকে ফেরত পাঠানো হয় না।’
তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আইনের এই পর্যায়ে কীভাবে আমরা নূর চৌধুরীকে ফেরত আনতে পারব, কীভাবে এই বিধানটাকে রক্ষা করে তাকে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে।’
আইনে স্পষ্ট বাধা থাকলেও কীভাবে আশাবাদী হচ্ছেন- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা হওয়ার নিশ্চয়ই কারণ আছে। সব ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না। ব্যাপারটা হচ্ছে, উপায় আছে বলেই আলাপ-আলোচনা হচ্ছে, উপায় না থাকলে আলাপ-আলোচনা হতো না।’
বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য রাখেন।