নেইমারের গোলটি বার্সার হয়ে তার শততম

ক্রীড়া ডেস্ক : দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন নেইমার। বার্সেলোনার জার্সিতে গোলের সেঞ্চুরি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লা লিগায় রোববার রাতে গ্রানাডাকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের যোগ করা সময়ে করা নেইমারের গোলটি বার্সার হয়ে তার শততম।

বার্সেলোনার হয়ে গোলের সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমার। এর আগে তার স্বদেশী রিভালদো ১৩০ ও এভারিস্তো ১০৫ গোল করেছিলেন বার্সার হয়ে।

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখান নেইমার। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৭৭ ম্যাচে গোলের সেঞ্চুরি করলেন ২৫ বছর বয়সি ফরোয়ার্ড।

গোলের সেঞ্চুরি করে খুশি নেইমার বার্সা টিভিকে বলেছেন, ‘১০০ গোল করতে পেরে আমি খুশি। এটি আমার সহকর্মীদের উৎসর্গ করতে চাই। তারা সব সময় আমাকে সাহায্যে করেছে।’

নিজের মাইলফলকের চেয়ে দলের জয়টাকেই বড় করে দেখছেন নেইমার। মৌসুমের এমন সময়ে প্রতিটা জয় যে মহামূল্যবান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করা নেইমার বলেন, ‘দলের জয়ে আমি খুশি। জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’