ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের পর ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম তিনটিতে থাকছেন না দলটির তিন মূল বোলার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি।
মূলত টেস্ট সিরিজের ধকল শেষে খানিকটা বিশ্রাম দিতেই তাদেরকে প্রথম তিন ওয়ানডেতে দলের বাইরে রাখা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১৬ অক্টোবর।
২০১৬-১৭ মৌসুমে আরও ১১টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ও ম্যাচগুলোতে দলের তিন মূল বোলার অশ্বিন, জাদেজা ও শামিকে মিস করতে চায় না ভারত।আর তাদের কাছ থেকে সেরাটা পেতেই এসব বোলারদের টানা ম্যাচে খেলার চাপ তুলে দিতে চাননা নির্বাচকরা।
তাদের পরিবর্তে প্রথম তিন ওয়ানডেতে দলে ডাক পেয়েছেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল। ভারতের হয়ে ২০১৫ সালের অক্টোবরে সর্বশেষে ওয়ানডে ম্যাচ খেলেছেন রায়না। ২১ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সভায় নতুন নির্বাচক কমিটি হওয়ার পর এটাই তাদের প্রথম দল নির্বাচন।
প্রথম তিন ম্যাচের জন্য ভারত দল:
মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, মানিশ পান্ডে, সুরেশ রায়না, হার্দিক পান্ডে, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, জাসপ্রিত বুমরাহ, ধাওয়াল কুলকার্নি, উমেশ যাদব, মানদিপ সিং, কেদার যাদব।