নেচে বিয়ের আয়োজন মাতালেন সানি লিওনি

বাংলাদেশে এসেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তর্জালে ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি লিওনি।

বিভিন্ন খবরে প্রকাশ, সানি লিওনির ঢাকা সফর পারিবারিক আয়োজন ঘিরে। গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও গায়ক, সুরকার, সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে স্বামীসহ ঢাকায় এসেছেন সানি লিওনি।

বিয়ের আয়োজনের একটি ভিডিও অন্তর্জালে প্রকাশ্যে এসেছে। সেখানে গায়িকা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা যাচ্ছে সানি লিওনিকে। সেখানে বেশ কয়েক জন তারকারও দেখা মিলেছে।

জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওনি। তিনি ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পেহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘তেরা ইন্তেজার’ ও নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এ অভিনয় করেছেন। ‘বীরমাদেবী’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় পা রাখেন সানি।