উত্তরায় যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
উত্তরা প্রতিনিধি:সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি মাদ্রাসার সামনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা জাহিদুর ইসলাম জাহিদ, সানোয়ার হোসেন সানি, মো. তাবরীজ রহমান, পশ্চিম থানা যুবদলের সাবেক নেতা শাহাদাত হোসেন ফেলু এবং যুবদল নেতা হাসান। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দলীয়
বক্তারা যুবদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে দেশ ও জনগণের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিলাদ ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা হবে।


