নেতাদের সঙ্গে দেখা করেছেন জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা দেখা করেছেন। এ সময় সবাই মিলে সেলফি তোলেন।

সোমবার সকালে সৈয়দ আশরাফের মিন্টো রোডের সরকারি বাসভবনে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা সাক্ষাৎ করতে যান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুকে একটি সেলফি আপলোড করে স্ট্যাটাসে লিখেছেন, আজ সকালে সৈয়দ আশরাফের বাসায়।

সেলফিতে সৈয়দ আশরাফ, ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আফজাল হোসেন ছিলেন।

গতকাল যুক্তরাজ্য থেকে দুপুরে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফের স্থলাভিষিক্ত হন আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর ছুটি নিয়ে লন্ডনে সময় কাটিয়ে দেশে ফেরেন সৈয়দ আশরাফ।