
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর এক ভিডিও বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরাইল একটি ইতিহাস গড়া বিজয় অর্জন করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।
বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
তিনি বলেন, ইসরাইল দুটি অস্তিত্ব সংকটের হুমকি সরিয়ে ফেলেছে — একটি পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ধ্বংসের আশঙ্কা এবং অন্যটি ছিল ইরানের তৈরি ২০ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদি এখন আমরা পদক্ষেপ না নিতাম, ইসরাইলের ধ্বংস সন্নিকটে ছিল।
নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের যে হামলা ইরানের ওপর চালানো হয়েছে, সেটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা। এটি এসেছে তার এবং কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের নেতৃত্বে চালানো কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ। তিনি মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান, যারা ফর্ডো নামের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করেছে।
নেতানিয়াহু বলেন, ইসরাইলের কখনও এমন বন্ধু হোয়াইট হাউজে ছিল না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের যৌথ কাজের জন্য।
তিনি আরও জানান, ইসরাইল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচিকে ধ্বংস করেছে এবং ইরানি শাসনব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় আঘাত হেনেছে।
তার ভাষায়, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে নালায় পাঠিয়ে দিয়েছি। ইরান যদি পুনরায় তা চালু করার চেষ্টা করে, আমরা একই শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রতিক্রিয়া জানাব।
তিনি বলেন, আমি আবারও বলছি — ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। এখন, ইরানের পতিত অক্ষ ভেঙে দিয়ে আমরা মধ্যপ্রাচ্য এবং এর বাইরের অঞ্চলের জন্য একটি শান্তি ও সমৃদ্ধির অক্ষ তৈরি করব।
নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গও তোলেন সংক্ষেপে। বলেন, আমাদের হামাসকে পরাজিত করতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।