
আন্তর্জাতিক ডেস্ক : কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী ম্যারিন লি পেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের (রানঅফ) প্রতিদ্বন্দ্বিতায় পৌঁছানোর একদিন পর সোমবার তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।
ফ্রেঞ্চ টিভিকে লি পেন দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার প্রসঙ্গে বলেছেন, তার দলীয় বিবেচনার উর্ধ্বে থাকা দরকার।
তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টকে ফ্রান্সের সব মানুষের মধ্যে মিলন ঘটাতে হবে, এই ‘গভীর প্রত্যয়বোধ’ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘তাই আজ বিকেল থেকে আমি আর ন্যাশনাল ফ্রন্টের প্রেসিডেন্ট নই। আমি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর একজন হচ্ছেন লি পেন। দ্বিতীয় পর্বে তাকে উদার মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল মাক্রোঁর মুখোমুখি হতে হবে। প্রথম পর্বে লি পেনের চেয়ে মাক্রোঁ বেশি ভোট পেয়েছেন। দ্বিতীয় পর্বের ভোটেও মাক্রোঁ যে ফেভারিট ইতিমধ্যে জনমত জরিপে সেই আভাস পাওয়া গেছে।