নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শহরের মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাজেরা বেগম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বাঘাপাড়া গ্রামের এঙ্গুর ফকিরের স্ত্রী।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, শহরের মোক্তারপাড়া এলাকার মগড়া নদীতে এক নারীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, হাজেরা বেগম শহরের মোক্তারপাড়া এলাকার কার্টুনিস্ট বিপুল সাহার বাসায় গৃহকর্মীর কাজ করতেন। শনিবার দুপুরের পর তিনি নিখোঁজ হন।
বিপুল সাহা বলেন, ‘দীর্ঘ দিন ধরে হাজেরা বেগম আমাদের বাসায় থাকতেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতে থানায় জিডি করি।’


