নেত্রকোনায় এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা সদরে ফুটপাতের দোকান থেকে সিগারেটের প্যাকেট হাতে নেওয়ার দায়ে মাজাহারুল ইসলাম (৮) নামে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে মদন উপজেলা পরিষদের সামনের সড়কে শান্তু মুন্সি নামে এক ব্যক্তির ফুটপাতের দোকানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার মদন গ্রামের দরিদ্র আজারুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম আজ দুপুরে মদন উপজেলা সদরে জাহাঙ্গীরপুর সেন্টারে যায়। এ সময় শান্তু মুন্সির দোকানে একটি সিগারেটের প্যাকেট হাতে নেয় সে। দোকানদার শিশুটিকে ধরে দোকানের সামনের গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে।

দোকানদার শান্তু মুন্সি বলেন, দোকান থেকে সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছিল সে। এ সময় তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তাকে মারধর করা হয়নি।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজেদুর রহমান জানান, এ ব্যাপারে তাকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।