
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গুচ্ছগ্রামে শরিফা আক্তার (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
নিহত গৃহবধূ শরিফা মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পুলিশ জানায়, সদর উপজেলার মদনপুরের কাংসা গুচ্ছগ্রামের রিপন মিয়া প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে তাঁর স্ত্রী শরিফা আক্তার এক মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করতেন। গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে ছেলেমেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শরিফা। ওই দিন রাতের কোনো এক সময় গৃহবধূকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
ভোরে তাঁর মেয়ে সাদিয়া ঘুম থেকে জেগে তার মায়ের গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন এসে জড়ো হয় এবং পুলিশকে খবর দেয়।
আজ সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। ঘটনার কোনো কারণও জানতে পারেনি পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে।