
আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল জয়ের পথে রয়েছে। কেন্দ্রফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে।
প্রাথমিক ফলাফলে কেন্দ্রফেরত জরিপের তথ্য মিলে যাচ্ছে। এরই মধ্যে ১৫০ আসনের মধ্যে ৩১টি আসন নিশ্চিত হয়েছে মার্ক রুটের ভিভিডি দলের প্রার্থীদের।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
অন্য তিনটি দলের প্রত্যেকে ১৯টি করে আসন জেতার পথে রয়েছে। দল তিনটি হলো : রক্ষণশীল নেতা গির্ট উইল্ডার্সের অভিবাসনবিরোধী ফ্রিডম পার্টি (পিভিভি), ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও ডি৬৬ পার্টি।
ভোটের আগে মতামত জরিপে এগিয়ে ছিল গির্ট উইল্ডার্সের পিভিভি পার্টি। কিন্তু ভোটের আগে তাদের জনপ্রিয়তায় ধস নামে।
বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে গণনা সম্পন্ন হওয়া ১০ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে দল হিসেবে ভিভিডি পেয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।
এবারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের হার আগের ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। ভোট গৃহীত হয়েছে ৮১ শতাংশ।
উচ্চহারে ভোট পড়ায় ইউরোপীয় ইউনিয়নপন্থি ও উদারপন্থিদের জন্য সুবিধা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী রুট তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আজ গণতন্ত্র উদযাপনের দিন।’ তিনি আরো বলেন, লোকরঞ্জনবাদকে (পপিউলিজম) না বলেছে জনগণ।