আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌবহরের উপর গোয়েন্দাগিরি করার সময় নেদারল্যান্ডসের একটি সাবমেরিন তাড়িয়ে দিয়েছে রাশিয়ার ডেস্ট্রয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেটসভ এবং এর প্রহরায় নিযুক্ত যুদ্ধজাহাজের একটি বহর এখন ভূমধ্যসাগরের পূর্বে অবস্থান করছে। রাশিয়ার দুটি ডেস্ট্রয়ার বুধবার অ্যাডমিরাল কুজনেটসভের ২০ কিলোমিটার দূরে ওয়ালরুস-ক্লাসের একটি সাবমেরিনকে শনাক্ত করে। বর্তমানে কেবল নেদারল্যান্ডসের নৌ বাহিনী ওয়ালরুস-ক্লাসের সাবমেরিন ব্যবহার করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন, ডেস্ট্রয়ার দুটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ব্যবহার করে প্রায় এক ঘন্টা সাবমেরিনটির ওপর নজর রাখে। এরপর অ্যাডমিরাল কুজনেটসভ যেখানে ছিল সাবমেরিনটিকে ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়।
কোনাশেঙ্কভ বলেন, এর আগেও রাশিয়ার বাহিনী ন্যাটোর কয়েকটি সাবমেরিনকে নজরদারি করার সময় চিহ্নিত করতে সক্ষম হয়েছিল।
নেদারল্যান্ডের সেনাবাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর কর্মকর্তা জানিয়েছেন, ন্যাটোর নৌবাহিনী প্রচলিত পদ্ধতিতেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার নৌবাহিনীর ওপর নজরদারি চালাচ্ছে।