
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির এ সফরকালে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি, যোগাযোগ, পর্যটন ও সংস্কৃতি এ চারটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কেএম আবদুল মোমেন।
সোমবার (২২ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বৈঠকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপালের সহযোগিতা চেয়েছেন বলেও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা আলোচনায় দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময়সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। উভয়ের মধ্যে প্রায় পৌনে একঘণ্টা আলোচনা হয়। এছাড়া, আলোচনাকালে বাংলাদেশে আসা রোহিঙ্গা প্রত্যাবসনে নেপালের সহযোগিতা কামনা করা হয় বলেও জানান তিনি।
নেপালের সঙ্গে এর আগে যেসব বিষয়ে বাংলাদেশের সমঝোতা হয়েছে, করোনা সংক্রমণে অকার্যকর হয়ে পড়ায় সেগুলো সক্রিয় করারও অনুরোধ জানানো হয়।