
জ্যেষ্ঠ প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের লাশ সোমবার দেশে আনা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
রোববার সচিবালয়ে এ তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফারুক আলম, ঢাকা মেডিক্যালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং আগামীকালের মধ্যে চিহ্নিত করা সম্ভব হবে তাদের সোমবারই বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হবে। ইউএস-বাংলা লাশগুলো বহনের চেষ্টা করছে, কিন্তু তাদের একবারে ১৫টির বেশি লাশ বহনের ক্ষমতা নেই। এজন্য তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে, যাতে বিশেষ কোনো বিমানে তাদের আনা যায়।
তিনি আরো বলেন, আমাদের ফরেনসিক চিকিৎসক অধ্যাপক সোহেল নেপালে বাংলাদেশ দূতাবাসে কাজ করছেন। তিনি আমাদের জানিয়েছেন, গতকাল ৩২টি মরদেহ চিহ্নিত করতে পেরেছেন। এর মধ্যে ১৭ জন বাংলাদেশি, ১৪ জন নেপালের অধিবাসী, একজন চীনের। বাংলাদেশি ২৬ মরদেহের মধ্যে আমরা ১৭টি চিহ্নিত করতে পেরেছি। বাকি নয়টি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তারা ধারণা করছেন, ওই নয়জনের মধ্যে তিন থেকে চারজনকে শনাক্ত করা সম্ভব হবে ডিএনএ টেস্ট ছাড়াই। যে কয়জনের ডিএনএ টেস্ট লাগবে, তা করা হবে। আমাদের দূতাবাস থেকে নেপাল সরকার বরাবর একটি চিঠি পাঠানো হচ্ছে। ওই চিঠি দেওয়ার পর অনুমতি পেলে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে।’
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে, জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের সেখানে চিকিৎসা চলছে। আমরা এ মুহূর্তে জানতে পেরেছি, শাহীন বেপারি নামের আহত একজন ইতোমধ্যে ফ্লাই করেছেন, তিনি বিকেলের দিকে ঢাকায় চলে আসবেন। বার্ন ইউনিটে অন্যান্য রোগীর মতো তাকে ভর্তি করা হবে। আগামীকাল কবির হোসেন নামে আরেকজন আসবেন। তিনি আজ আসতে পারেননি। কারণ, তাকে পুরোপুরি শুইয়ে আনতে হবে। কিন্তু আমাদের বিমান তাকে শুইয়ে আনতে প্রস্তুত নয়। এ মুহূর্তে দুজন রোগী সিঙ্গাপুরে ভর্তি আছেন। এর মধ্যে রয়েছেন ড. রেজওয়ান ও ইমরানা কবির। তারা দুজনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাছাড়া ইয়াকুব আলী নামের একজন রোগীকে বিকেলে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নেওয়া হবে। অভিভাবকদের ইচ্ছাতে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মেডিক্যাল টিমের সবাই একে একে সব রোগীকে দেখেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলছে। রোগীদের মধ্যে একমাত্র শেহরিনেরই অপারেশন করতে হবে। তার মেন্টাল কন্ডিশন আরেকটু স্ট্যাবল হলে আমরা সার্জারিতে যাব। অন্যরা কনজারভেটিভ ট্রিটমেন্টেই (গতানুগতিক) ভালো হবেন বলে আমরা আশা করছি।’
তিনি আরো বলেন, সব রোগীই স্ট্যাবল আছে। মেডিক্যালের ভাষায় আমরা স্ট্যাবল বলি কিন্তু কাউকে শঙ্কামুক্ত বলি না। একটা রোগী যতক্ষণ পর্যন্ত ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে না যায়, ততক্ষণ শঙ্কামুক্ত বলা যায় না।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফারুক আলম বলেন, ‘আমরা চারজন রোগীকে দেখেছি। তাৎক্ষণিক যা পেলাম তা হলো- তাদের মধ্যে দুশ্চিন্তা, দুঃস্বপ্ন, ভয়ভীতি- এগুলো কাজ করছে। আমরা তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়েছি। তাদের দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার হলে অনেক সময় মানুষের আত্মহত্যার চিন্তা আসে। এজন্য তাদের দীর্ঘমেয়াদি কাউন্সেলিংয়ে রাখতে হবে। এজন্য আমরা তাদের বিস্তারিত ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহে রাখব।’
ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি পাঁচ রোগীর বিস্তারিত তথ্য তুলে ধরে অর্থোপেডিক সার্জারির সহযোগী অধ্যাপক সাইদুল ইসলাম বলেন, শেহরিনের (৩০) ডান পায়ে তিনটি আঙুল ভাঙা আছে। পিঠে স্কিন লস আছে। পায়ে প্লাস্টার করা হয়েছে। মেহেদীর (২৯) হাঁটুতে আঘাত আছে, কিন্তু হাড় ভাঙা নেই। আশা করছি, দুই সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে যাবেন। স্বর্ণার (২২) তেমন কিছু সমস্যা নেই, তার তলপেটে সামান্য আঘাত রয়েছে। অ্যানির (২২) ডান গোড়ালিতে ব্যথা, কিন্ত হাড় ভাঙা নেই। লিগামেন্টে একটু সমস্যা হয়েছে। রুবায়েতের (৩২) বুকের ডানদিকের একটি হাড় ভাঙা।’