
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় নেশার টাকা না পেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন এক স্বামী। এ ঘটনায় নিহতের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ দুই সন্তানের জননী কবিরন নেছার (২৭) লাশ উদ্ধার করেছে। হত্যার পর স্বামী ও তার স্বজনেরা পালিয়ে গেছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত. নজরুল ইসলামের মেয়ে কবিরন নেছার সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় ইমাদপুর পশ্চিমপাড়া (গয়েশপুর) গ্রামের চাঁন মিয়া ছেলে ভ্যান চালক শরিফুল ইসলামের (৩৫)। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মদ্যপ স্বামী কারণে-অকারণে কবিরনকে মারপিট করতেন। নেশার টাকা যোগান দিতে চাপ দিতেন। অনেক সময় মানুষের বাড়িতে কাজ করে স্বামীর হাতে টাকা তুলে দিতেন ওই গৃহবধূ।
নেশা করার টাকা যোগান দিতে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেন শরিফুল। এতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার কবিরনকে বেদম মারপিট করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিনা চিকিৎসায় স্বামীর বাড়িতে পড়ে থেকে এক পর্যায়ে কবিরন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অবস্থা বেগতিক দেখে শরিফুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যান।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নিহতের ভাই আকমল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।