নৈশপ্রহরী হত্যা ঘটনায় গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার রাঙ্গুনিয়া উপজেলায় এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় ছয় ‘ডাকাত’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরী এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নুরুচ্ছফা তালুকদার প্রকাশ পারভেজ (২৮), জামাল (৪০), সেলিম উদ্দিন (২৯), জাহাঙ্গীর আলম (৩০), মিজান (৩৫) ও নূরুল ইসলাম (৩১)।

চট্টগ্রাম পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, গত ২৪ জানুয়ারি রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন বাজারে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়ে তপন বিশ্বাস নামের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করা হয়। তপনকে খুনের রাতেই এই ডাকাতদলের সদস্যরা একই উপজেলার মজুমদারখিল এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে টাকা, স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব নিয়ে যায়।

পরে ওই ঘটনায় তদন্তে নামে পিবিআই। তদন্তের ধারাবাহিকতায় শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই ডাকাতি এবং হত্যায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, একটি সিএনজি অটোরিকশা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি ট্যাব ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।