নোট-গাইড বইয়ের পক্ষে কোনো ছাপাই গাইবেন না

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নোট-গাইড বইয়ের পক্ষে কোনো ছাপাই গাইবেন না। যারা ছাপাই গাইছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় দেশে কোনো ধরনের কোচিংবাণিজ্য করতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখনো সব শিক্ষা প্রতিষ্ঠানকে সমান মানে উন্নীত করতে পারিনি। তবে অচিরেই আমরা আশানুরূপ একটি অবস্থান সারাদেশে তৈরি করতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মই আধুনিক বাংলাদেশ নির্মাণ করবে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের অগ্রবাহিনী হিসেবে তাদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে তাই বিশ্বমানের প্রযুক্তিজ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। নতুন জ্ঞান অনুসন্ধান ও সৃষ্টি করতে হবে। শুধু প্রযুক্তি আমদানি করেই আমরা এগিয়ে যাব না, আমাদের প্রযুক্তিও বিদেশে রপ্তানি করার যোগ্যতা অর্জন করতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবর্তন হয়েছে। দারিদ্র্য অনেক কমে এসেছে। খাদ্যঘাটতি নেই। বরং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সবার মতামত ধারণ করে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ প্রণয়ন করা হয়। এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষকদের সবার মাথার মণি এবং মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরাই আমাদের মূল শক্তি। তারাই নিয়ামক শক্তি। তারাই দেশ গড়ার জন্য ভাল ও যোগ্য মানুষ তৈরি করবেন। শিক্ষকতা শুধু পেশাই নয়, এটা পেশার চেয়েও বেশি কিছু। শিক্ষকরাই সর্বোচ্চ সম্মানের আধার।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শামসুল হুদা এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসী।

পরে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।