নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সাংবাদিকদের সামনে ফলাফল প্রকাশ করেন।

এ বছর চারটি ইউনিটে পাসের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৭৫ দশমিক ১০ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৪ দশমিক ৭২ শতাংশ, ‘সি’ ইউনিটে ৭৯ শতাংশ এবং ‘ডি’ ইউনিটে ৭৬ দশমিক ৯০ শতাংশ। চারটি ইউনিটের অধীনে ২৫টি বিভাগে ১২০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও (www.nstu-admission.info) ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডিন ড. মো. হুমায়ুন কবির, ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক, পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদুল হাসান, বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮, ‘বি’ ইউনিটে ৮৭, ‘সি’ ইউনিটে ৭৪, ‘ডি’ ইউনিটের বিজ্ঞান শাখায় ৮৫, ব্যবসায় শাখায় ৭৯ এবং মানবিক শাখায় ৬৬ নম্বর পেয়েছে।