নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার দরজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুহা্মদ ফখরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।

বৈঠকে বক্তারা, তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতাদির প্রতিশ্রুতি দেন। এছাড়া ভোটারদের ফজরের নাযাজ আদায় করেই যার যার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান।