নোয়াখালীতে একজনকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে সাহাব উদ্দিন (৪৬) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৪নং ওয়ার্ড সাতাইশদ্রোন গ্রামের এই ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের নূর মোহাম্মদ লেদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত সাহাব উদ্দিনের ঘরে ঢুকে তাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরে থাকা সাহাব উদ্দিনের স্ত্রী ও ছেলে-মেয়েদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, একই বাড়ির সাহাব উদ্দিনের চাচাতো ভাই সাদ্দাম নিহতের স্ত্রী আলেয়া বেগমকে বিভিন্নভাবে উত্যক্ত করত। এই বিষয়ে সাহাব উদ্দিন স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় অভিযোগ করেছিলেন। ওই ঘটনার সাথে হত্যার কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।