
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় টাকা চুরি নিয়ে বিরোধের জের ধরে বাদশা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে ভাতিজা হৃদয়।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পৃতম্বপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া ওই ইউনিয়নের বংশী গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। ভাতিজা হৃদয় একই বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
সোনাইমুড়ী দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান, বংশী গ্রামের আমিন উদ্দিন বাড়ির চাচা বাদশার ঘর থেকে টাকা চুরি করে হৃদয়।
এ টাকা চুরি ঘটনা নিয়ে চাচা বাদশা মিয়া হৃদয়কে বকাঝকা করে বুধবার সকালে। এতে ক্ষিপ্ত হয়ে দুপুর দেড়টার দিয়ে হৃদয় পৃতম্বপুর বাজারের চায়ের দোকানে চাচা বাদশা মিয়াকে পিটিয়ে আহত করে।
বাজারের লোকজন বাদশা মিয়াকে উদ্ধার করে উপজেলা বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামি হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।