য়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ট্রলার ডুবির ঘটনায় আসিক (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচর সংলগ্ন বামনী নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। আসিক উড়িরচর গ্রামের আলী আহাম্মেদের ছেলে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘দুপুরে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ভরিতলা ঘাট থেকে উড়িরচর যাওয়ার পথে ট্রলারটি ডুবে গেছে। এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠে এলেও এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুপুর ২টার দিকে আসিক নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই রবিউল হক বলেন, ‘ঘটনাস্থলে রওনা দিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’