নোয়াখালীতে বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারে বাসের চাপায় অতুল চন্দ্র পাল (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত বাসের চাপায়হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, অতুল চন্দ্র পাল দুপুর ১টার দিকে বাইসাইকেলযোগে জেলা শহর মাইজদী থেকে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর সোনাপুরের কলেজিয়েট স্কুল মোড়ে এলে সুবর্ণ পরিবহণের একটি বাস পেছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে পড়ে চাকায় পৃষ্ট হন তিনি। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অতুল চন্দ্র পালের বাড়ি বিনোদপুর ইউনিয়নের লালপুর গ্রামে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাসটি আটক ও নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।