নোয়াখালীতে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় জেলে নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার ভোরে হাতিয়া উপজেলার দমার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- হারুন, রুবেল, এনায়েত, সুফিয়ান, জহির ও আলমগীর। এরা সবাই হাতিয়ার বাসিন্দা।

নৌকার মালিক আবদুল ওহাব জানান, বঙ্গোপসাগর থেকে ফেরার পথে হাতিয়া উপজেলার দমার চরের কাছে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে আমার একটি নৌকা ডুবে যায়। ঘটনার পর জেলে ও মাঝি মাল্লাসহ ৯ জন ফিরে আসলেও এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ করা হচ্ছে। তবে বিরুপ আবহাওয়ার কারণে মাঝ নদীতে যাওয়া যাচ্ছে না।