জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাশেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাঙচিল গ্রামের হাশেম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ একই ওয়ার্ডের গাঙচিল গ্রামের হাসেম বাজার এলাকার আবুল হাসেম বাদীর ছেলে।
স্থানীয়রা জানায়, চুরি-ডাকাতি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় গাঙচিল গ্রামে দুইপক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে রাশেদকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় রাশদকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় রাশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে নিহত রাশেদ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।