নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অস্ত্রসহ মির হোসেন সুজন (১৮) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
মির হোসেন আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের রহিম পাটোয়ারী বাড়ির রহমত উল্যার ছেলে।
নোয়াখালী র্যাব-১১, সিপিসি-৩ মেজর কোম্পানি অধিনায়ক এ এম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি, একটি চাপাতি ও চায়নিজ কুড়ালসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।