‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি হলো বানরের পিঠাভাগ’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা হয়নি বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন কাদের মির্জা। ফেসবুক লাইভে তিনি বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি হলো বানরের পিঠাভাগ। আমরা যে গুণগত পরিবর্তন চেয়েছি এখানে তা হয়নি। এই কমিটি হচ্ছে অপরাজনীতির চমক। আমি এই কমিটির আগেও নাই পাছেও নাই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব। এমন করে জীবন শেষ করে দিব। এর বাহিরে আমার কিছু করার নাই। আওয়ামী লীগের প্রতি আমার ভক্তি নাই।