নোয়াপাড়া এলাকার সায়হাম গ্রুপের কটন মিলে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিল্পাঞ্চল নোয়াপাড়া এলাকার সায়হাম গ্রুপের কটন মিলে আগুন লেগেছে।

মঙ্গলবার দুপুরে মিলের অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়।

শায়েস্তগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মিলের সিলিংয়ের ওপরের দিকে থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে।