নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার আহব্বান: মুক্তিযোদ্ধা মন্ত্রীর

অমল ঘোষ,টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে সকলকে কাজে করতে হবে বলে আহব্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
টঙ্গীতে শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর তাতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতিক তুলে দেবেন,দলিয় সকল নেতৃবৃদন্দ তার পক্ষে কাজ করবেন। নৌকা প্রতিকের বাহিরে আওয় ামীলীগ দলিয় কোন নেতা অন্য কোন প্রতিকের পক্ষে বা অন্য কোন প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করলে তাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রত্যাক্ষান করার আহব্বান জানান মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, কবি ও সাহিত্যিক মজারের অপহরনের ব্যাপারে দু চার দিনের মধ্যেই জানা যাবে আসল অপরাধি কারা।আওয়ামীলীগ খুন ও গুমের রাজনীতি করে না। ওই দিন ভোর ৫টা ১৫ মিনিটে কোন নারীর ফোনে তিনি বাসা থেকে বের হয়েছেন তার তথ্য উপাত্ত ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। কে গুম করেছে, কে টাকা দিয়েছে সব কিছুই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে। এছাড়াও নিজেই যে টিকেট কাউন্টার থেকে টিকেট কেটেছেন তার ভিডিও ও কাউন্টার থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আজকের সরকারই জাতীয় নির্বাচনে সহায়ক সরকার হিসাবে থাকবে। এই নির্বাচন যে কোন মূল্যেই সংবিধান অনুযায়ী হবে। এতে যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে বাটি চালান দিয়েও বিএনপি দলের কোন অস্তিত্ব¡ থাকবে না।
বাজেটের বিষয়ে তিনি বলেন, বাজের পর বিএনপি বলেছে, এত বড় বাজেট দেওয়া হয়েছে চুরি করে লুট করে খাওয়ার জন্য। এই অভ্যাস আপনাদের (বিএনপি’র) আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ তাতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী,আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলম, মো. মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর তাতী লীগের আহব্বায়ক শাহ আলম, টঙ্গী থানা তাতী লীগের মো. খোরশেদ আলমসহ প্রমুখ।