ডেস্ক রিপোর্ট : নৌযান শ্রমিকদের ধর্মঘটে নৌপথে স্থবিরতা নেমে এসেছে।
নৌযান চলাচল বন্ধ থাকায় খুলনা ও মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।
এছাড়া খুলনা লঞ্চঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। এমনকি মোংলা বন্দর থেকে যশোরের নওয়াপাড়া পর্যন্ত কোথাও কোনো নৌযান চলছে না।
বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকরা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিনেও অচল চাঁদপুর লঞ্চঘাট। বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।
তবে সকালে এমভি সোনারতরী ও প্রিন্স অব রাসেল নামে দুটি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।