ন্যায় বিচারের দাবিতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির কলম বিরতি 

আল- আমিন, নীলফামারী: দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলম বিরতি পালন করা হয়েছে। গত ১৮ জুলাই নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, দৈনিক চিত্র প্রতিনিধি বাসুদেব, সংবাদ সারাবেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এনসিপি জেলা সদস্য আব্দুস সালাম, ডেইলি স্টেট প্রতিনিধি হেদায়েতুল্লাহ শাহ সুজন, আমাদের সময় ও জেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রেজাউল করিম রঞ্জু এবং ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্। বক্তারা অবিলম্বে দায়ের কৃত মামলা রেকর্ড ও আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান আমিনুর রহমান ও তার দলবলকে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানানো হয়।