বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল দেবগন। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। নানা চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন বহুবার। তবে ন্যাড়া হয়ে কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
সম্প্রতি একটি সিনেমায় ন্যাড়া হয়ে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে অনেক ভেবে কাজল জানান, যেকোনো চরিত্রের জন্য ন্যাড়া হওয়া অনেক সাহসী কাজ। এটা সবার জন্য না।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘পর্দায় কিংবা পর্দার বাইরে ন্যাড়া হওয়ার জন্য অনেক সাহস প্রয়োজন। আমি জানি না, ভবিষ্যতে কোনো সিনেমার চরিত্রের জন্য ন্যাড়া হতে পারব কিনা। কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, আমার ন্যাড়া হওয়ার সাহস নেই। আমি তাদের (যেসব নারীরা ন্যাড়া হয়ে অভিনয় করেছেন) কাছ থেকে অনুপ্রেরণা নিই। কিন্তু এটাও মনে করি না, আমি তাদের মতো সাহসী নই।’
রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন কাজল। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।