
খেলা ডেস্ক : মৌসুমের শুরু থেকে ধারাবাহিক পারফরম্যান্সে লা লিগা শিরোপার লড়াইয়ে রয়েছে বার্সেলোনা। কিন্তু মৌসেুমের শেষ প্রান্তে তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞা আর ছন্দহীন পারফরম্যান্সে সম্প্রতি লিগে কিছুটা নড়বরে অবস্থানে কাতালান ক্লাবটি।
লা লিগা পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। লা লিগায় আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা ও রিয়াল। মৌসুমের শেষ প্রান্তে এই ম্যাচগুলো শিরোপার জন্য খুবই গুরত্বূর্ণ বার্সার। এর পরের ম্যাচে এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে কাতালানরা। আর আসন্ন ম্যাচে নিজেদের সেরাটা প্রমাণ করতে না পারলে মেসি-নেইমারদের লা লিগা মৌসুম শেষ হয়ে যেতে পারে বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা।
চ্যাম্পিয়নস লিগে সব শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বার্সা। লিগ শিরোপার দৌড়ে থাকতে হলে আজ ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিততে হবে তাদের।
ক্যাম্প ন্যুতে আজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করে বার্সা কোচে এনরিক বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের হারটা আমাদেরকে বেশ আঘাত দিয়েছে। তবে মানসিকতা পরিবর্তন করে আমরা উন্নতির পথে রয়েছি। লা লিগা শিরোপার দৌড়ে থাকতে হলে আজকের ম্যাচে (শনিবার) আমাদের পয়েন্ট দরকার।’
আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে মর্যাদার এল ক্লাসিকোতে রিয়ালের আতিথ্য নেবে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা।