
এস.এম.নাহিদ : রাজধানীর খিলক্ষেত রেললাইনের পাশে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ থাই মাগুর মাছের খামার এখন সরাসরি জনস্বাস্থ্যের জন্য ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ মাছ চাষে ব্যবহার করা হচ্ছে মুরগির দোকানের ফেলে দেওয়া পঁচা নাড়িভুঁড়ি ও দুর্গন্ধযুক্ত মাংসাবর্জ্য—যা মাছের সঙ্গে মানুষের খাদ্যচক্রে ঢুকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
অবৈধভাবে উৎপাদিত এইসব মাছ এখন শুধু খিলক্ষেতেই সীমাবদ্ধ নেই। স্থানীয় খিলক্ষেত বাজার ছাড়াও পার্শ্ববর্তী বিমানবন্দর, কাওলা, দক্ষিণখান, পূর্বাচল, বসুন্ধরা, ভাটারা ও কচুক্ষেতের মাছ বাজারগুলোতেও এই মাছ অবাধে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাছ বিক্রি হচ্ছে প্রতিদিন, আর সাধারণ মানুষ অজান্তেই গ্রহণ করছে বিষাক্ত খাবার।
বিশেষজ্ঞদের মতে, পঁচা বর্জ্যে খাদ্যগ্রহণকারী এই থাই মাগুর মাছ মানবদেহে ক্যানসার, হরমোনগত সমস্যা ও দীর্ঘমেয়াদি অঙ্গ ক্ষয়ের কারণ হতে পারে। সরকারিভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও খিলক্ষেতে এই চাষ নিয়ন্ত্রণহীনভাবে চলছে প্রশাসনের চোখের সামনে।জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রশাসনের দায়িত্বহীনতা ও অবহেলা এই সংকটকে আরও ঘনীভূত করছে, যা ভবিষ্যতে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
বাংলাদেশে আফ্রিকান বা থাই মাগুর মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু খিলক্ষেত এলাকায় এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে মাছের এই খামার কীভাবে গড়ে উঠলো? কারা দিচ্ছে মদদ? কে কাদের হয়ে জনস্বাস্থ্যের সঙ্গে এমন নিষ্ঠুর ছিনিমিনি খেলছে? অবিলম্বে অভিযান চালিয়ে এই বিষফোঁড়া উৎপাটন করতে হবে-নইলে থাই মাগুরের চেয়ে ভয়ংকর হবে এর সামাজিক প্রতিক্রিয়া।