
শুধু মনের ঘরেই যে প্রেম সীমাবদ্ধ নয়, শরীরের আকর্ষণও যে গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে কুড়িয়ে নিয়ে এলেন এই কথা—প্রেম শ্রেণি মানে না।
হুইলচেয়ারে বসে থাকা স্বামী আর সুদর্শন মালির মধ্যে লেডি চ্যাটার্লিকে ছেড়ে দিয়েছিলেন ইংলিশ লেখক ডি এইচ লরেন্স, লেডি চ্যাটার্লিজ লাভার বইয়ে।
ইউরোপে প্রকাশিত এই বই ঝড় তোলে। এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ ও চলচ্চিত্র তৈরি হয়েছে আগেও। তবে এবার এই লেডি চ্যাটার্লি বইয়ের পাতা থেকে রুপালি পর্দায় উঠে আসছেন এমা করিন, সেই চরিত্রে দেখা যাবে এমা করিনকে। হলিউডকেন্দ্রিক বেশ কয়েকটি পোর্টাল প্রতিবেদন করেছে এ বিষয়ে। যদিও এমা করিন এখনো চুপ, কিছুই বলেননি এ বিষয়ে। লরা দু ক্লেমন্ত-তোনোরে পরিচালনা করবেন ছবিটি।