পঞ্চগড়ে মাছ শিকারের ছড় মেরে মা’কে খুন করে পালালো মাদকাসক্ত ছেলে

মোঃ জয়নাল আবেদিন, রুহিয়া থানা প্রতিনিধি: পঞ্চগড়ে মাদক সেবনের টাকা না পেয়ে বাড়ির টিনের বেড়া কেটে মাছ শিকারের ছড় মেরে নিজের মা’কে খুন করেছে শহিদুল ইসলাম (৩৫) নামের মাদকাসক্ত ছেলে।

আজ শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে শহিদুল নিয়মিত মাদক সেবন করতো। আজ সকাল থেকেই মা জয়তুন বেগমের (৫০) কাছে মাদক সেবনের টাকা চেয়েছিলো সে। তার মা বরাবরই টাকা দিতে অস্বীকার করেছিলো। পরে দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শহিদুল মাছ শিকারের ছড় দিয়ে তার মায়ের ঘাড়ে আঘাত করে। এতে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে মা। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছড় নিয়ে পালিয়ে যায় খুনি ছেলে।

এদিকে, তাৎক্ষনিক জয়তুন বেগমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, এর আগেও শহিদুল মাদকের টাকা না পেলেই বাবা-মা’কে মারধর করতো। এজন্য পরিবারের লোকজন কয়েকবার তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছিলেন। গত এক বছর ধরে মাদক মামলায় জেল হাজতেই ছিলো খুনি ছেলে। গত মাস দুয়েক আগে বের হয়েই আবার শুরু করে মাদক সেবন।
অন্যদিকে, খবর পেয়ে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সাথে খুনি ছেলেকে ধরতে পুলিশ তৎপর রয়েছেন।