পঞ্চমবারের মতো সামরিক বাহিনীর বাজেট বাড়িয়েছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : টানা পঞ্চমবারের মতো সামরিক বাহিনীর বাজেট বাড়িয়েছে জাপান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শিনজো আবে এ বাজেট অনুমোদন দিয়েছেন। উত্তর কোরিয়া এবং চীনের হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং নতুন অত্যাধুনিক ডুবোজাহাজের জন্য তহবিল এ বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী এপ্রিল থেকে শুরু হওয়া তুন অর্থ বছরের জন্য সামরিক খাতে ৪৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে। গত বছরের চেয়ে সামরিক খাতে বাজেটের এ বরাদ্দ ১ দশমিক ৪ শতাংশ বেশি। এবং এর আগে সামরিক খাতে জাপান এমন ব্যাপক অর্থ বরাদ্দ করেনি।

একদিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের উন্নয়ন অন্যদিকে চীনের সঙ্গে দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার কারণে গত কয়েক বছর ধরে জাপানকে সামরিক ব্যয় বরাদ্দ বাড়ানোর চাপের মুখে পড়তে হয়েছে। চলতি বছর উত্তর কোরিয়ার চারটি ক্ষেপণাস্ত্র জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে এসে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কোস্টগার্ডের বাজেট বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে টোকিও। এই খাতে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের বাজেটও অনুমোদন দিয়েছেন শিনজো আবে।