চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে একটি দেশীয় এলজিসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই নেতার নাম লুৎফুর রহমান প্রকাশ ডাকাত লুতু (৩৭)।
বৃহস্পতিবার দুপুরে লুতুকে গ্রেপ্তার করার কথা নিশ্চিত করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী।
পুলিশ জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে আহত করেছিলেন বিএনপি নেতা লুতু। এ ঘটনায় তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পটিয়া শান্তিরহাট এলাকা থেকে একটি দেশীয় এলজিসহ লুতুকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।