নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রিবাহী লেগুনা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিনজন নিহত ও দুইজন আহত হয়।
বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন সুব্রত তালুকদার (৩২) ও আবু বক্কর (৫০)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গভীর রাতে মনসার টেকে লেগুনা উল্টে আহত পাঁচ ব্যক্তিতে চমেক হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে একই দুর্ঘটনায় আহত চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।