পটুয়াখালীতে মানুষ শান্তির প্রতীক নৌকায় ভোট দিতে কেন্দ্র যাবে: অধ্যক্ষ ফাতেমা আক্তার

কহিনুর স্টাফ রিপোটারঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নৌকায় ভোট দিলে পদ্মা সেতু, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই মানুষ শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। ৭ জানুয়ারি মানুষ দল বেঁধে ভোটকেন্দ্রে গিয়ে শান্তির প্রতীক বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেবেন এবং স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাখ্যান করে যোগ্য জবাব দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে এলাকার মানুষ তাদের সিদ্ধান্ত আমাকে জানিয়েছেন।”  একথা বলেন পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব’র সহধর্মিণী ও কলাপাড়া উপজেলা মহিলা আ’লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির শাহজাহান শরীফ বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  পটুয়াখালী ৪ আসনে গত ৫ বছরে সন্ত্রাসী বাহিনী মাথা তুলে দাঁড়াতে পারেনি। স্থান পায়নি কোন চাঁদাবাজ। এমপি মহিব কলাপাড়ায় সন্ত্রাসী বাহিনী ও চাঁদাবাজদের কোন স্থান দেয়া না। এ অঞ্চলের শান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।”
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌকার বালিয়াতলী ইউনিয়ন নির্বাচন সভাপতি ও প্যানেল ইউপি চেয়ারম্যান  খালেদ মৃধা, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইমুন রহমান ইসমাইল, ইউপি সদস্য জি.এম মুসা, সীমান্ত সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলালীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।